ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর বিভাগের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ৭৮ জনকে পদোন্নতি দিয়ে কর পরিদর্শক করেছে।
বুধবার (৯ আগস্ট) প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা সৈয়দ এ মু’মেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআরের আয়কর অনুবিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির ৪ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসরণ করে ৫৮ জন প্রধান সহকারী ও উচ্চমান সহকারী এবং ২০ জন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরকে কর পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হলো। আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৫৮ জন প্রধান সহকারী ও উচ্চমান সহকারী ও ২০ জন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদোন্নতি দিয়ে তাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন বিভিন্ন কর অফিসে বদলি করা হয়েছে।
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্বাক্ষর করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর.এইচ/ আই.কে.জে/